Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২৬শে জুন, ২০১৯ ইং


প্রকাশ : জুন ১, ২০১৯ , ১২:১৩ পূর্বাহ্ণ
ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত

আব্দুল্লাহ মামুন : ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৫ টায় এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল ভবনে বরিশাল বাস শ্রমিক নেতাদের পক্ষ থেকে এ দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।

কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা আলফা-মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সভাপতি আওয়ামীলীগ নেতা মোঃ কামাল হোসেন লিটন মোল্লার আশু রোগ মুক্তি কামনা অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের নেতা অরুন বাবু,মনসিজ মন্ডল,কাজী ইউনুচ,বাচ্চু ড্রাইভার, শামসুল হক ড্রাইভার,ইকবাল হোসেন,আঃ রাজ্জাক, হারুন অর রশীদ,বনী মৃধা,শাহে আলম ফকির প্রমূখ। উল্লেখ্যঃ আওয়ামীলীগ নেতা মরহুম জল কাদের মোল্লার পুত্র কামাল হোসেন লিটন মোল্লার হার্টে ব্লক ধরা পরায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]