Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২২শে এপ্রিল, ২০১৯ ইং


প্রকাশ : ফেব্রুয়ারি ২, ২০১৯ , ৯:৩৬ পূর্বাহ্ণ
এবার শতাধিক নেতাকর্মী নিয়ে যুবলীগে যোগ দিলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক //সিলেটের সাবেক ছাত্রদলের এক নেতা শতাধিক নেতাকর্মী নিয়ে যুবলীগে যোগদান করেছেন। শুক্রবার নগরীর কালিবাড়ি পয়েন্টে বৃহত্তর তেলিহাওর ব্লক কালিবাড়ি শাখার উদ্যোগে ছাত্রদলের সাবেক নেতা, ব্যবসায়ী মো. আছকর আলী নিজের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যুবলীগে যোগদান করেন।

যুবলীগে যোগ দেওয়া অন্য ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা সেন্টু তালুকদার, নুপুর সরকার, মো. আশিক, মো. জাকির, মিটু দাস, গুঞ্জন রায় শান্ত, রুবেল আহমদসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
সিলেট জেলা যুবলীগ নেতা প্রভাত রঞ্জন চন্দ্রের সভাপতিত্বে ও ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সঞ্জয় ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা তানভীর আহমদ, সুমন পাল, কাওছার আহমদ, সুমিত লাল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মধ্যনগর থানা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সুব্রত ভট্টাচার্য, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, যুবলীগ নেতা নান্টু ভূষন কর, সজীব রায় ও মো. জাকিরসহ আরও অনেকে।

এর আগে, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আবুল কালাম ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন আওয়ামী লীগে যোগদান করেছেন।

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]