Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২৬শে জুন, ২০১৯ ইং


প্রকাশ : মে ১৬, ২০১৯ , ৪:৩৯ অপরাহ্ণ
কাঠালিয়ায় ৫ম উপজেলা পরিষদের ১ম মাসিক সভার অভিষেক অনুষ্ঠিত

কাঠালিয়(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ৫ম উপজেলা পরিষদের ১ম মাসিক সভার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন এ সভা পরিচালনা করেন।

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের সভাপেিতত্ব ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম অংশ গ্রহণ করেন।

এ সময় থানা অফিসার ইনচার্জ এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, শিশির দাস, ফোরকান সিকদার, কবির সিকদার, লিটন নকীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। ####

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]