Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২০শে জুন, ২০১৯ ইং


প্রকাশ : এপ্রিল ৪, ২০১৯ , ৫:৫৪ অপরাহ্ণ
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ-মিছিলে পুলিশি বাধা

বরিশাল রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বরিশালে জেলা যুবদলের বিক্ষোভ-মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সদর রোডের জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে থেকে জেলা যুবদলের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

এসময় যুবদল নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে বসে পড়ে বিক্ষোভ দেখায়। একপ্রর্যায়ে পুলিশের হস্তক্ষেপে যুবদল নেতা কর্মীরা সেখান থেকে উঠে দলীয় কার্যালয়ে ফিরে যায়।

এরআগে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদল সম্পাদক অ্যাডভোকেট এইচএম. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, মামুন রেজা খান, সালাউদ্দিন নাহিদ, মাওলা রাব্বি শামীম, কবির হোসেন, আওলাদ হোসেন প্রমুখ।

কর্মসূচিতে জেলার বাবুগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার যুবদল নেতা কর্মীরা অংশ নেয়।

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]