Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২৪শে মে, ২০১৯ ইং


প্রকাশ : মে ৬, ২০১৯ , ৮:১৭ অপরাহ্ণ
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা

অনলাইন ডেস্ক //বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে আবহাওয়া অধিদফতরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহও চাঁদ দেখার তথ্য সাংবাদিকদের জানান।

ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত। সোমবার শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করেন ঈদুল ফিতর।

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]