Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২৩শে মে, ২০১৯ ইং


প্রকাশ : এপ্রিল ১৮, ২০১৯ , ৪:১৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ঝালকাঠি প্রতিনিধি: উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগনকে উদ্ধুদ্ধ ও সম্পৃক্ত করনের লক্ষ্যে ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে কাঠালিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবে জেলা তথ্য অফিসার মোঃ রিয়াজুল ইসলাম প্রধান অতিথি থেকে প্রেস ব্রিফিং এ আনুষ্ঠানিক ভাবে লিখিত বক্তব্য পাঠ করেন।

প্রেস ব্রিফিং জানানো হয়, বর্তমান সরকার বিগত ১০ বছরে দেশে বাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

সরকার উন্নত রাষ্ট্র গঠনের সাথে সাথে একটি উন্নত জাতি গঠন করার জন্য কাজ করে চলছে।

প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম, মাওলানা খাইরুল আমিন ছগির প্রমুখ।

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]