Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২১শে নভেম্বর, ২০১৮ ইং

প্রকাশ : জুন ১৯, ২০১৮ , ৫:০৬ অপরাহ্ণ
বরিশাল সিটি নির্বাচন ৪ মেয়র প্রার্থী সহ ৪৭ প্রার্থীর ফরম ক্রয়

 
বরিশাল রিপোর্ট  ॥ বরিশালসহ তিন সিটি কর্পারশনর নির্বাচন ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার তফশিল ঘোষণারপর ১৩ জুন থেক কার্যকর হয়। এর ধারাবাহিকতায়   বরিশাল সিটি কর্পােরেশন নির্বাচন প্রার্থী হতে আজ ১৯ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত ৪ মেয়র প্রার্থী, ৩৪ জন কাউন্সিলল ও ৯ জন সংরক্ষিত আসনর কাউন্সিলর প্রার্থীরা ফরম সংগ্রহ করছন।
১০.১১,১২ ওয়ার্ড সংরক্ষিত আসনর প্রার্থী আয়শা তহিদ লুনা জানান, ফরম ফিলাব করতে ভুল ত্রুটি যাতে না হয়, এজন্য আগেভাগে ফরম নিত এসেছি।
নির্বাচন রিটানিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মা. মুজিবুর রহমান জানান, এখন পর্যন্ত বিএনপি ও জাতীয় পার্টিসহ চার মেয়র প্রার্থী ফরম সংগ্রহ
করছন আর এ পর্যন্ত ৪৭ জন প্রার্থী মনানয়ন নিয়ছন। এটা চলব ২৮ জুন পর্যন্ত।##

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]