Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২৬শে জুন, ২০১৯ ইং


প্রকাশ : মে ২৩, ২০১৯ , ১২:২৪ অপরাহ্ণ
বিজেপি এগিয়ে ৩২১ আসনে, কংগ্রেস ১১৫

অনলাইন ডেস্ক// ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা সারাদেশে একযোগে শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৮টায়। এখন রিপোর্ট লেখা পর্যন্ত খবর অনুযায়ী ঘোষিত ফল ‘প্লাস’ এগিয়ে থাকা আসনে বিজেপির আসন সংখ্যা বেশি (৩২১টি)। দুই নম্বরে থাকা কংগ্রেসের আসন ১১৫টি। এছাড়া, ১০৪টি আসনে অন্যান্য দল এগিয়ে আছে।

সূত্র: এনডিটিভি

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]