Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২৩শে মে, ২০১৯ ইং


প্রকাশ : মার্চ ১৪, ২০১৯ , ১১:০৯ পূর্বাহ্ণ
মঙ্গলগ্রহে প্রথম পা ফেলবেন নারী

অনলাইন ডেস্ক//যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন একজন নারী। এখন প্রশ্ন জেগেছে- কোন সেই মানবী যিনি এ গ্রহটিতে প্রথম পা রাখবেন?

সম্প্রতি এ প্রশ্নের উত্তর জানান নাসার শীর্ষ কর্মকর্তা জিম ব্রাইডেনস্টাইন।

তিনি বলেন, মঙ্গলগ্রহে প্রথম মানুষ হিসেবে পা রাখবেন কোনো নারী। তবে নির্দিষ্ট কোনো নারী এ লালগ্রহে পা রেখে ইতিহাস সৃষ্টি করবেন, তা জানাননি তিনি।

এছাড়া আগামী মাসে নাসা স্পেসওয়াক নামে একটি মিশন পরিচালনা করবে। এতে অংশ নেবেন শুধু নারীরা।

শুক্রবার রেডিও টক শো ‘সায়েন্স ফ্রাইডে’-তে এসব তথ্য জানান জিম ব্রাইডেনস্টাইন। এ উপলক্ষে গত কয়েক দশকজুড়ে প্রস্তুতি নিচ্ছে নাসা।

মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে- বিশেষ করে ভূ-ভাগে। বিজ্ঞানীদের এমন ধারণা নিয়ে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লাল গ্রহের লবণাক্ত খনিজের উপস্থিতি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিচ্ছে। আর এ ব্যাকটেরিয়া জীবন গঠনের অন্যতম মূল জীবনীশক্তি।

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]