Barisal Report .Com । বরিশাল রিপোর্ট .কম

ঢাকা, ২২শে এপ্রিল, ২০১৯ ইং


প্রকাশ : ফেব্রুয়ারি ১৭, ২০১৮ , ১১:৩৮ পূর্বাহ্ণ
২০২০ সালের মধ্যে প্রতি ১০ ঘন্টায় প্লেন বানাবে বোয়িং!

২০২০ সালের মধ্যে প্রতি ১০ ঘন্টায় প্লেন বানাবে বোয়িং!
অনলাইন ডেস্ক

দিন দিন প্লেনের সঙ্গে বাড়ছে নতুন যাত্রীর সংখ্যা। তাই ২০২০ সালের মধ্যে প্রতি ১০ ঘন্টায় একটি করে প্লেন বানানোর লক্ষ্যে এগোচ্ছে বোয়িং। বোয়িং প্রধান ডেনিস মুইলেনবার্গ জানিয়েছেন, এই দশকের শেষে বছরে ৯০০টির বেশি প্লেন বানানোর কথা রয়েছে। বর্তমানে রেকর্ড হারে প্লেন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের।

বৃহস্পতিবার সিএনবিসি-কে মুইলেনবার্গ বলেন, এই দশকের শেষে অ্যারোস্পেস ও প্রতিরক্ষা জায়ান্ট প্রতিষ্ঠানটি বছরে ৯০০টির বেশি প্লেন তৈরি করবে। আগের বছর রেকর্ড ৭৬৩টি বাণিজ্যিক প্লেন সরবরাহ করেছে বোয়িং। এই হিসাবে প্রতিটি প্লেন তৈরিতে সময় লেগেছে সাড়ে ১১ ঘন্টা। চলতি বছর ৮১০ থেকে ৮১৫টি প্লেন সরবরাহের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

মুইলেনবার্গ আরও বলেন, সামনের ২০ বছরে “প্লেনের সংখ্যা দ্বিগুণ হবে” যেখানে ৪১ হাজার নতুন প্লেনের দরকার হবে।
আমরা দেখছি প্রতি বছরে এয়ার ট্রাফিক বাড়ছে এবং ছয় থেকে সাত শতাংশ যাত্রী ট্রাফিক বাড়ছে এবং এতে বিশ্বজুড়ে প্লেনের চাহিদা বাড়ছে, বলেন বোয়িং প্রধান।

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
[tabs]